সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বগুড়া সদরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি করার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা হোসাইন ইসলাম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে সদর থানায় দণ্ডবিধি ৫৭০ ধারায় মামলা করেন।
গ্রেপ্তার হোসাইন ইসলাম হোসেন ওই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কারিগড়পাড়া গ্রামের তসলিম উদ্দিন মেকারের ছেলে।
মামলা দায়েরের পর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ২১ জুলাই তার ফেসবুকে প্রবেশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে দেওয়া একটি পোস্ট দেখতে পান। স্বেচ্ছাসেবক দল নেতা নিজের ফেসবুক আইডি ‘হোসাইন ইসলাম হোসেন’ থেকে ওই পোস্ট দেন। পোস্টে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফ্রান্সের প্রেসিডেন্টর ছবি দিয়ে আপত্তিকর কথা লেখেন। আরেকটি পোস্টে হোসাইন রাষ্ট্র ও সরকার বিরোধী বিদ্বেষমূলক বক্তব্য লেখেন।
মামলার বাদী নামুজা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বলেন, ছাত্রলীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্র ব্যবস্থাকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্টে সংক্ষুব্ধ হয়েছি। দলীয় অভিভাবকের সম্মানহানি কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই মামলা করেছি।
বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার মামলায় হোসাইনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
এইউ
মন্তব্য করুন