সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টিলাগাঁও এলাকায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।
রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে টিলাগাও এলাকার শাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টিলাগাঁও ইউনিয়নের লিয়াকত সরদার (৬৫) ও মহরম আলী (৫০)। তারা টিলাগাঁও ইউনিয়নের বাসিন্দা।
কুলাউড়া থানার ওসি আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করে জানান, টিলাগাও এলাকার শাহপুর নামক স্থানে একটি সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আর লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয় বলেও জানান তিনি।
এইউ