সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রাইভেটকারের চাপায় মা-ছেলে নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইলাশপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালমা বেগম (৫২) ও তার ছেলে আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলাশপুরে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন মা ও ছেলে। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। পরে চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুইটি উদ্ধার করে ও কারটি জব্দ করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব বলেন, প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আরএ