সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর রামপুরা কমিশনার গলিতে মাদক ব্যবসায়ীদের গুলিতে আহত হয়েছেন মো. আল আমিন (৩৫) নামে এক যুবক। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছ। আহত আল আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
আল আমিন রামপুরা টিভি ভবনের পেছনের কমিশনার গলির নুরুল হক মিয়ার ছেলে।
আহতের স্বজনরা জানান, আলি আমিন রামপুরা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এলাকায় স্থানীয় মাদক ব্যবসায়ীদের পুলিশ ধরতে গেলে তারা দৌড়ে পালাতে থাকে। এ সময় সে এক মাদক ব্যবসায়ীকে জাপটে ধরতে গেলে তাকে গুলি করে তারা পালিয়ে যায়।এতে ভাই গুরুতর আহত হয়। পরে আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা থেকে রক্তাক্ত অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি মাদক ব্যবসায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।
এফএইচ