সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর শাহবাগের জাদুঘরের সামনে ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নিচে পড়ে আহত তানিয়া খানম (৩৩) নামে এক নারী মারা গেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাতে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের স্বামী হাসিব শেখ বলেন, আমার স্ত্রী অসুস্থ ছিলেন, আমি স্ত্রীকে ডাক্তার দেখিয়ে হাজারীবাগের গনকটুলি বাসায় ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে যাওয়ার পথে শাহবাগ জাদুঘরের সামনে আমার স্ত্রী রিকশা থেকে নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোল্লারহাট থানার খালিশপুর গ্রামে। বর্তমানে হাজারীবাগের গণকটুলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই মেয়ে এক ছেলের জননী ছিলেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কে