সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর ওয়ারীতে নেশার টাকা না পেয়ে মায়ের সঙ্গে ঝগড়া করে অরিত্র সাহা (২১) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরের দিকে ওয়ারীর যোগিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অরিত্র নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকার শম্ভু সাহার ছেলে। বর্তমানে তারা ওয়ারী থানার ৫ নম্বর যোগিনগর হাজী সালাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
অরিত্র সাহার বড় ভাই লোকনাথ সাহা বলেন, আমার ভাই মাদকাসক্ত ছিল। দুপুরে মাদক কেনার জন্য মায়ের কাছে টাকা চায়। পরে মা টাকা দিতে না চাইলে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সে নিজ রুমে গিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। বেশ কিছুক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করলেও সে দরজা খোলে না। পরে দরজা খুলে দেখা যায় সে গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ওয়ারী থানাকে জানিয়েছি।
আরএ