সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকায় ১৫১ টি ট্রাফিক সিগন্যাল রয়েছে। এর মধ্যে কাজ করে মাত্র একটি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, ১৫১ টি ট্রাফিক সিগন্যাল রয়েছে এর মধ্যে গুলশান সিগনাল এ ট্রাফিক লাইট কাজ করে, এর জন্য দায়ী সিটি করপোরেশন। তবে পুলিশ, সিটি করপোরেশনের পাশাপাশি জনসাধারণকে সচেতনতা বাড়াতে হবে। যাতে করে যুগ উপযোগী একটি ট্রাফিক ব্যবস্থাপনা এবং রোড সেফটি দেওয়া সম্ভব।
মঙ্গলবার (১৪ মে) দুপুরে রাজধানী আহ্ছানউল্লা ইউনিভার্সিটিতে ঢাকা রোড সেফটি প্রজেক্ট আয়োজিত ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামে একথা জানান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।
এ সময় তিনি আরও বলেন, আমাদের দেশে ট্রাফিক পুলিশের সংকট রয়েছে। এই সংকটের মধ্যে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত সেবা দেওয়ার লক্ষ্যে।
এফএইচ
এফএইচ