সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ভিক্ষাবৃত্তি করার অভিযোগে ১৬৭ ভিক্ষুককে আটক করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন জানান, গুলশান, বনানী, তেজগাঁও, নতুন বাজার ও মিরপুর এলাকা ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে অভিযান চালানো হযেছে।
এতে ডিএনসিসির অঞ্চল-০৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন, মাহবুব হাসান ও মাহমুদুল হাসানসহ সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন বলেন, বিভিন্ন এলাকাকে ভিক্ষুকমুক্ত হিসেবে ঘোষণা করার পরও সম্প্রতি সেসব এলাকায় ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়ে গেছে।
তিনি আরও বলেন, গুলশান-বারিধারা এলাকায় বিদেশি নাগরিকদের হয়রানি করতেও দেখা গেছে। তাই আমরা অভিযান শুরু করেছি, এটি অব্যাহত থাকবে।
ডিপি/