দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাংলোর সীমানা প্রাচীরের ভেতরে নবজাতকের মরদেহ ফেলে যাওয়া ব্যক্তি সুলতান মিয়াকে (৩৫) আটক করেছে শাহবাগ থানা পুলিশ।
তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বারে। সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান বলেন, আমরা সুলতানকে শাহবাগ থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছি—সে স্বীকারোক্তি দিয়েছে, সন্তানটি তার ছিল, মৃত অবস্থায় জন্মগ্রহণ করে। পরে কোথাও ফেলার জায়গা না পেয়ে বদ্ধ জায়গা মনে করে সেখানে (উপাচার্য বাংলোর সীমানায়) ফেলে গেছে বলে জানি
তিনি আরও বলেন, নবজাতকের মরদেহ পাওয়ার পর পুলিশ একটি অপমৃত্যুর মামলা করেছে। অপমৃত্যুর মামলায় কাউকে গ্রেপ্তার করা যায় না। বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনি পদক্ষেপ নিলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মাকসুদুর রহমান বলেন, পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে। যদি মামলা করতে হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উপাচার্যের বাংলোর সীমানা প্রাচীরের ভেতর থেকে একটি নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ তা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি উপাচার্য ভবনের বাইরের রাস্তা দিয়ে যাওয়ার সময় রিকশা থেকে নেমে মরদেহটি ব্যাগসহ ছুড়ে দিয়ে পালিয়ে যান।
ডিপি/