সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিল করা হয়েছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিপীড়নের বিরুদ্ধে শাহবাগের উদ্যোগে এই মশাল মিছিল করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ডাস এলাকায় শুরু হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের আজকের দিনে বিশিষ্ট ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট অভিজিৎকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলেও দীর্ঘ ৯ বছরেও তার হত্যার কোনো বিচার হয়নি। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে, তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।
তারা বলেন, আজকে মুক্তচিন্তার মানুষদেরকে হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা চালানো হচ্ছে। আবার তাদের সঙ্গে একদল লোক আঁতাত করছে। কিন্তু আমরা বলব অভিজিৎ যে মুক্তচিন্তার লড়াই শুরু করেছিল, সেই লড়াই থেমে থাকবে না বরং মশালের অগ্নিশিখার ন্যায় আবারও জ্বলে উঠবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের গত ২৬ ফেব্রুয়ারি রাতে অমর একুশে গ্রন্থমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন প্রকৌশলী, ব্লগার ও লেখক অভিজিৎকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় তার স্ত্রী রাফিদা আহমেদ গুরুতর জখম হন।
এও