সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় রুদ্র লাল দাস সূর্য (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতাপ নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
রুদ্র লাল সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নগেন্দ্র রঞ্জন দাসের ছেলে। বর্তমানে গাজীপুর বংশীপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে রুদ্র লালকে মৃত ঘোষণা করেন। তার বন্ধু প্রতাপ ঢামেক জরুরি বিভাগের চিকিৎসাধীন।
নিহত রুদ্র লালের বোন সাথী বলেন, আমার ভাই রুদ্র ১৫ দিন আগে বিয়ে করেছে। বিকেলে বন্ধু প্রতাপের সঙ্গে কুড়িল বিশ্বরোড এলাকায় ঘুরতে বেরিয়েছিল। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় ওরা গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান পথচারীরা। এরপর আমরা খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন। আর প্রতাপকে গুরুতর আহতাবস্থায় ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি। তার অবস্থাও আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
কে