সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
রাজধানীর কদমতলীর জুরাইন ঋষিপাড়া এলাকায় রান্নাঘরের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দেবর-ভাবি দগ্ধ হয়েছেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।
দগ্ধরা হলেন- বিনা রানী দাস (৩৮) ও বনমালী দাস (৩০)।
বনমালী দাস বলেন, আমি সিএনজিচালিত অটোরিকশা চালাই। আমরা ঋষিপাড়া এলাকায় দোতলা একটি ভবনের নিচতলায় থাকি। সন্ধ্যায় আমার বৌদি রান্না করতে যান। এ সময় গ্যাস লিকেজ করে হঠাৎ আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন। তাকে বাঁচাতে গিয়ে আমিও দগ্ধ হই। পরে দগ্ধ অবস্থায় আমাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিনা রানী দাসের শরীরের ৫০ শতাংশ ও বনমালীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। পর্যবেক্ষণে রাখা হয়েছে দুজনকেই।
জেডএ