অবসরের ঘোষণা দিয়েছেন আইভরি কোস্ট ও চেলসি গ্রেট দিদিয়ের দ্রগবা—বিশ বছরের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের ইতি টানার কথা জানিয়েছেন।
ইউনাইটেড সকার লিগ কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের পর থেকেই দ্রগবা অবসরে যাচ্ছেন বলে গুঞ্জন চলছিল। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিভাগের ফুটবলের ফাইনালে লুইসভিল সিটির কাছে ১-০ গোলে হারে দ্রগবার ফিনিক্স রাইজিং।
এটি আইভরি কোস্ট তারকার খেলোয়াড় হিসেবে শেষ ম্যাচ ছিল। ৪০ বছর বয়সী দ্রগবা চেলসিতে খেলেই সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছেন।
ব্লুজদের হয়ে দুই দফায় ৩৮১ ম্যাচ খেলে ১৬৪ গোল করেছেন তিনি। জিতেছেন ৪টি প্রিমিয়ার লিগ।
গত ২০১২ সালে পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ। জাতীয় দলের হয়ে ১০৫ ম্যাচে দ্রগবার গোল ৬৫টি। আইভরি কোস্টের হয়ে তিনি তিনটি বিশ্বকাপ খেলেছেন। আর আফ্রিকার সেরা ফুটবলারের ট্রফি জিতেছেন দুইবার।