অর্থের অভাবে অস্ত্রোপচার করাতে পারছেন না এক সময়ে নিয়মিত জাতীয় দলে খেলা নারী ক্রিকেটার চামেলী খাতুন। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় চামেলীকে দেশের বাইরে গিয়ে সার্জারি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর জন্য জন্য প্রয়োজন কমপক্ষে ১০ লাখ টাকা।
আট বছর আগে খেলতে গিয়ে পাওয়া চোটের সঙ্গে চামেলীর মেরুদন্ডের দুই হাড়ের ফাঁকে থাকা নরম ডিস্কগুলো নষ্ট হয়ে যাওয়ায় তার শরীরের ডান দিক অবশ হয়ে যাচ্ছে।
২০১১ সালে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলা এ নারী ক্রিকেটারের অভাবের সংসারে ব্যয়বহুল এই সার্জারি করানোর ক্ষমতা নেই কারো। বাংলাদেশ আনসার ভিডিপিতে চামেলীর চাকরিই যা একটা অবলম্বন ছিল। কিন্তু অসুস্থতার কারণে সেটিও আর করতে পারছেন না তিনি।
পুরুষ খেলোয়াড়দের কিছু হলে ক্রিকেট বোর্ড দায়িত্ব নিলেও নারী ক্রিকেটারদের বেলায় বিসিবিসহ অন্য ক্রীড়া সংগঠনগুলো এগিয়ে না আসায় হতাশ চামেলী।
রাজশাহী নগরীর দরগাপাড়া এলাকায় বিছানায় কাতরানো চামেলী জানান, কোনো উপায় না পেয়ে উন্নত চিকিৎসার জন্য সবার সহযোগিতা চাইতে হচ্ছে তার।