ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিরল রেকর্ডের মালিক হয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশি অলরাউন্ডার একই ম্যাচে দুটি উইকেট, দুটি ক্যাচ ও ২৫ রানের বেশি করার কৃতিত্ব দেখিয়েছেন। এর আগে সৌরভ গাঙ্গুলি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, জেপি ডুমিনি, আন্দ্রে রাসেল ও বেন স্টোকস ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলের মঞ্চে এ রেকর্ড গড়েছেন।
শনিবার সানরাইজার্স হায়দরাবাদের একমাত্র খেলোয়াড় হিসেবে এই রেকর্ড গড়েন সাকিব।
নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারাইন ও ক্রিস লিনকে সাজঘরে পাঠান তিনি। ফিফটির কাছে যেয়েও ৩৪ বলে ৪৯ রান করে সাকিবের বলে তাকেই ক্যাচ দিয়ে ফেরেন লিন।
এছাড়া শুভমান গিলের ক্যাচও লুফে নেন টাইগার অলরাউন্ডার। ব্যাট হাতেও ছিলেন সফল। ২১ বলে এক ছক্কা ও দুই চারে করেন ২৭ রান।
হায়দরবাদের ৫ উইকেটের জয়ে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনদিকেই সেরা ছিলেন সাকিব। যদিও তাকে ম্যাচসেরার পুরস্কার দেয়া হয়নি।
এদিকে, মুস্তাফিজের হিসেবী বোলিংয়ের পর আবারো শেষ ওভারে হেরেছে মুম্বাই। ৪ ওভারে ২৫ রান দিয়ে গৌতম গম্ভীরের উইকেট নেন কাটার মাস্টার।
তবে বিশতম ওভারে মুম্বাইকে জেতাতে পারেননি তিনি। শেষ বলে ৭ উইকেটে জিতে দিল্লি।