নিদাহাস ট্রফি শেষে প্রকাশিত র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সাব্বির, মুশফিক ও রুবেল। দল শিরোপা না জিতলেও পুরো টুর্নমেন্টে দারুণ খেলার পুরস্কার পেয়েছেন তিন টাইগার।
নিদাহাস ট্রফিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ ও রুবেল। ৫ ম্যাচে ৭টি করে উইকেট নিয়েছেন দুজনেই। ৬৪৭ রেটিং নিয়ে কাটার মাস্টার আছেন আটে। ফাইনালে ভারতের বিপক্ষে ১৯তম ওভারে ২২ রান দিয়ে ভক্তদের সমালোচনা জুটেছে রুবেলের ভাগ্যে। যদিও টুর্নামেন্ট জুড়ে টাইগারদের অন্যতম সফল বোলার ছিলেন তিনি। ফলে র্যাঙ্কিংয়ে এক লাফে রুবেল ৪০ ধাপ এগিয়েছেন। ৪৬৫ রেটিং নিয়ে উঠে এসেছেন বিয়াল্লিশে।
এদিকে, ব্যাট হাতে ৫ ম্যাচে ৬৬ গড়ে ১৯৯ রানের পুরস্কার পেয়েছেন মুশফিকও। ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন সাতচল্লিশে। ফাইনালে ৭৭ রানের দারুণ ইনিংসের সুবাদে শীর্ষ বিশে উঠে এসেছেন সাব্বির রহমান। বাংলাদেশিদের মধ্যে সবার উপরে আঠারো নম্বর স্থানে আছেন তিনি।