রকেট ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের পরের দুই ওয়ানডের স্কোয়াড থেকে বাদ পড়লেন ইমরুল কায়েস। ইমরুলের ইনজুরির কারণে তাকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে।
সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে ছিলেন কায়েস। তবে চোটের কারণে খেলার সুযোগ হয়নি তার। ইমরুলের ইনজুরির কথা ভেবেই একজন কমিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। স্কোয়াডে অন্য কোনো পরিবর্তন আনা হয়নি।
২৩ ও ২৫ জানুয়ারি জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে আবার খেলবে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ বোনাস পয়েন্টসহ জেতায় টাইগারদের ফাইনালে খেলা নিশ্চিত।
২৭ জানুয়ারির ফাইনালে মাশরাফিদের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি।