নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে কাল- সোমবার মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ।
নিউজিল্যান্ড সফরে মোটেই ভালো সময় যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। স্বাগতিকদের সঙ্গে এরইমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে হেরেছে ক্যারিবিয়ানরা।
এদিকে, প্রথম টি-টোয়েন্টিতে ১৪৭ রানের টার্গেটে নেমে কিউই বলিং তাণ্ডবে ৪৭ রানে হারায় গেইল ব্রাথওয়েথরা। হারের সেই লজ্জা ভুলে দ্বিতীয় ওয়ান্ডেতে জয় দিয়ে সিরিজে ফিরতে চাইবে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর নিউজিল্যান্ড চাইবে দ্বিতীয় ম্যাচ জিতে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করতে।