পৃথিবীর সর্ববৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের চিপে নতুন নিরাপত্তা ত্রুটি সন্ধান পেয়েছেন গবেষকবৃন্দ। তারা এই নিরাপত্তা ত্রুটির নাম দিয়েছেন, ফোরশ্যাডো।
গ্যাজেটস নাউ-এ দেওয়া ইন্টারভিউ থেকে জানা যায়, এই ত্রুটি ইনটেল প্রসেসরে চলা কোম্পানিগুলোর মেশিনে ও ক্লাউড কম্পিউটিং ডিভাইসে মারাত্মক প্রভাব ফেলতে পারে।
গবেষকরা এই ফোরশ্যাডো ত্রুটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন একটি ডেডিকেটেড ওয়েবসাইটে। সেখানে বলা হয়েছে, এই ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা ব্যক্তিগত কম্পিউটার অথবা তৃতীয় পক্ষের ক্লাউড থেকে স্পর্শকাতর তথ্য চুরি করে নিতে পারে। দু’টি উপায়ে এই ত্রুটিকে কাজে লাগাতে পারে হ্যাকাররা। একটি সফটওয়্যার গার্ড এক্সটেনশন থেকে তথ্য চুরি করে এবং অন্যটি ভার্চুয়াল মেশিন, হাইপারভিজর, অপারেটিং সিস্টেম কার্নেল মেমোরি সিস্টেম ম্যানেজমেন্ট মোড মেমোরিতে প্রভাব বিস্তার করে।
ইন্টেল জানিয়েছে, এই ত্রুটির কারণে ইনটেল কোর আই৩ প্রসেসর, কোর আই৫, কোর আই৭ ও কোর এম প্রসেসরে নিরাপত্তা ঝুঁকি তৈরী হতে পারে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে এর বিরুদ্ধে তারা ফার্মওয়্যার নিয়ে কাজ করেছে এবং সফটওয়্যার আপডেট এই আক্রমণের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।