এইচএমডি গ্লোবাল কোম্পানী আগামী ১৭ জুলাই একটি ইভেন্টের মঞ্চ থেকে লঞ্চ করতে যাচ্ছে নোকিয়া এক্স৫। কোম্পানির এক্স সিরিজের আগের ফোন নোকিয়া এস৬ শুধুমাত্র চিনে লঞ্চ হয়েছিল। কিন্তু নতুন নোকিয়া এক্স৫ সারা বিশ্বে লঞ্চ করতে চলেছে।
এই স্মার্টফোনে একটি ১৯:৯ ডিসপ্লে, অক্টা-কোর চিপসেট, ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে বলে জানা গিয়েছে। অনেকেই মনে করছেন বিশ্ব বাজারে এই ফোনের নাম হবে নোকিয়া ৫.১ প্লাস।
কেমন হবে এক্স৫ এর দাম? মূল্য সম্পর্কে কোম্পানীটি জানিয়েছে, চীনে এক্স৬ এর দাম ১,২৯৯ ইউয়ান অর্থাৎ টাকায় ১৩,৩০০ টাকা)। তাই এক্স৬ এর থেকে কম দামেই লঞ্চ হবে এক্স৫।
ফাঁস হওয়া ছবি থেকে দেখা যায়, এক্স৫-এর ডিসপ্লের উপরেও কালো নচ দেখা যাবে। পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এছাড়াও থাকবে এ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম। ডিসপ্লেতে থাকবে একটি ৫.৮৬ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে, যার অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
মিডিয়াটেকের পি৬০ চিপসেট থাকছে কম্পিউটিং এর জন্য। এর সাথেই থাকবে ৩ জিবি/৪ জিবি/৬ জিবি র্যাম আর সাথে স্টোরেজ হিসাবে ৩২জিবি বা ৬৪ জিবি।
এক্স৫ এ থাকছে একটি ভার্টিকাল ডুয়াল ক্যামেরা সেন্সার। এই ক্যামেরার প্রাইমারি সেন্সারটি ১৩ মেগাপিক্সেল। ফোনের সামনে থাকবে একটি ৮ মেগাপিক্সেল।