দেশে তথ্য-প্রযুক্তি খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে তাই চাকরির জন্য সরকারের দিকে তাকানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
চাকরির জন্য আর সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না— এ কথা উল্লেখ করে তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে কর্মসংস্থানের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে।
রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বিওপি সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আউটসোসিং খাতে নতুন প্রজন্মকে উৎসাহিত করতে দেশে তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে দুই দিনব্যাপী বিজনেস প্রসেসিং আউটসোর্সিং বা বিপিও সম্মেলনের।
উদ্বোধনী বক্তব্যে জয় আরো বলেন, সরকারের কর্ম পরিকল্পনার কারণে ছেলে-মেয়েরা মফস্বল শহরে বসে আউট সোর্সিংয়ের মাধ্যমে হাজার হাজার ডলার আয় করছে অন্যদিকে তথ্য প্রযুক্তি অপব্যবহারও হচ্ছে।
ফেইসবুক, টুইটারে অপ্রচার করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা ধরনের সহিংসতার ঘটনাও ঘটেছে—এসব বন্ধ করতেই সরকার ডিজিটাল নিরাপত্তা আইন করেছে বলে জানান তিনি।
সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে জয় বলেন, তরুণদের দাবি মেনে নিয়ে সরকার কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।