গত বছর ৫ কোটি ৭০ লাখ চালক ও যাত্রীর তথ্য চুরির কথা স্বীকার করলো অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং নেটওয়ার্ক উবার।
গ্রাহকদের ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাতে পড়ার পর বিভিন্ন দেশে জনপ্রিয় এ কোম্পানিকে তা মুছে ফেলতে এক লাখ ডলার দিতে হয়েছিল।
হ্যাকিংয়ের ওই ঘটনায় ৫ কোটি ৭০ লাখ গ্রাহকের নাম, ইমেইল ঠিকানা ও মোবাইল ফোন নম্বর চুরি হয়। আর ক্ষতিগ্রস্ত ওই গ্রাহকদের মধ্যে ছয় লাখ চালকের নাম ও লাইসেন্সের তথ্যও রয়েছে। এ খবর প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ।
তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, হ্যাকারের কবলে পড়ার বিষয়টি উবারের সাবেক প্রধান নির্বাহী ট্রাভিস কালানিক জানতেন। উবার এখন ক্ষতিগ্রস্তদের জন্য নিজেদের ওয়েবসাইটে একটি পেইজ খুলেছে।
চালকদের জন্যও সহায়তার ব্যবস্থা করছে। তবে ক্ষতিগ্রস্ত যাত্রীদের জন্য তেমন কোনো উদ্যোগ নেয়া হয়নি।