নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দিয়ে গ্রেপ্তার বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।
শুক্রবার সকালে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে এ ইসিতে জমা দেয়া হয়।
চিঠিটি ইসিকে হস্তান্তর করেন বিএনপির তথ্য সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মোহাম্মাদ সালাউদ্দিন খান।
চিঠিতে বলা হয়, তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত বিএনপির ৪৭২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।