জনবিচ্ছিন্ন ড. কামাল হোসেনের কাছে আত্মসমর্পন করে বিএনপি রাজনৈতিকভাবে বাঁচতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।
রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন-অগ্রগতি নিয়ে এক আলোচনা সভায় এ কথা তিনি বলেন।
তিনি বলেন, জনবিচ্ছিন্নদের নিয়ে কখনোই জাতীয় ঐক্য হতে পারে না।
খালিদ মাহমুদ আরও বলেন, মহানগর নাট্যমঞ্চে রাজনীতির নামে তামাশা মঞ্চস্থ হয়েছে— এটি জাতীয় ষড়যন্ত্রের ঐক্য। আর ষড়যন্ত্রের শুধু দেশে নায় বিদেশেও হচ্ছে।
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বই, এ ষড়যন্ত্রেরই অংশ জানিয়ে তিনি বলেন, ১৪ দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির জাতীয় ঐক্য দেশে বিদ্যমান। এর বাইরে সকল অপশক্তির জাতীয় ঐক্যের স্বপ্ন ভেঙে যাবে।