বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি প্রতিহিংসার বশবর্তী হয়েই সংবিধান লঙ্ঘন করে কারাগারে আদালত বসানো হয়েছে –এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন- বিএনপি চেয়ারপারসনকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করেতই অন্ধকার কারাগারে আদালত বসানো হয়েছে।
আদালতই এখন কারাগারে বন্দি উল্লেখ করে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারের নামে এই ক্যামেরা ট্রায়াল জনগণ মেনে নেবে না বলেও হুশিঁয়ারি দেন রিজভী।
এসময় ঈদের আগ থেকে এখন পর্যন্ত গ্রেপ্তারকৃত হাজার হাজার বিএনপি নেতাকর্মীর মুক্তির দাবিও জানান তিনি।