সরকার দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে অবগত রয়েছে— সময়মতো ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার সকালে ধানমন্ডিতে স্বেচ্ছাসেবকলীগের শোক দিবসের আলোচনায় এ কথা বলেন তিনি।
কোটা বাতিল ও নিরাপদ সড়কের দাবিতে করা শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিএনপি যোগ দিয়ে ব্যর্থ হয়ে এখন সরকার উৎখাতের করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের।
সরকারের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে বিব্রতকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে নেতা ও মন্ত্রীদের প্রতি আহ্বান জানান তিনি।