বিএনপি নিজেরাই নিজেদের মাইনাস করছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গঠনতন্ত্রের ৭ ধারা তারাই বাতিল করেছে সরকার না।
রোববার রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নিজেদের দুর্নীতি থেকে বাঁচতে বিএনপি আত্মস্বীকৃতি দণ্ডিত দলে পরিণত হয়েছে বলে জানান তিনি।
কারো জন্য নির্বাচন বসে থাকবে না—নির্বাচনে আচারণবিধি লঙ্ঘন করে কেউ প্রচারে যাবে না।
আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রীকে সংবধর্না সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তিনি।