বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখাই এখন সরকারের প্রধান নির্বাচনী প্রজেক্ট—এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনায় তিনি এ কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখার চেষ্টা করা হলে পরিণাম ভাল হবে না। আগামী নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্ঝিত করার চেষ্টা করলে জবাব জনগণই দেবে।
নতুন বছরে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এ নেতা।
এদিকে, বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগ আনেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী বাছাই নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।