প্রধান বিচারপতিকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ ঘটনা বিচার বিভাগে বাজে দৃষ্টান্ত স্থাপন করেছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরো বলেন, উচ্চ আদালত দেশের সর্বশেষ ভরসাস্থল কিন্তু এটিও এখন স্বৈরাচারী সরকারের আক্রমণের শিকারে পরিণত হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ছুটিতে যাওয়া নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতিকে ছুটিতে যেতে বাধ্য করা হয়েছে বলে এসময় তীব্র সমালোচনা করেন মির্জা ফখরুল।
অসুস্থতার জন্য প্রধান বিচারপতি ছুটিতে গেছেন বলে সরকারের মন্ত্রীরা যে কথা বলছেন তারও সমালোচনা করেন তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বিষয়টি নিয়ে সরকারকে জাতির সামনে পরিস্কার করার আহ্বানও জানান।
সরকার বিচারবিভাগের স্বাধীনতাহরণসহ দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।