যুক্তরাষ্ট্রের সাময়িকী ফরেন পলিসির দশকের সেরা ১০০ চিন্তাবিদের তালিকায় নবম স্থানে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফরেন পলিসি প্রত বছর ধরে ১০০ লিডিং গ্লোবাল থিংকার্স, শিরোনামে তালিকা প্রকাশ করছে। ওই তালিকা প্রণয়নের দশক পূর্তি উপলক্ষে এবার ১০টি বিভাগে ১০ জন করে দশকের সেরা শত চিন্তাবিদের তালিকা করেছে তারা।
আর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের মুখে পালিয়ে আসা প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় শেখ হাসিনাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা শ্রেণিতে সেরা ১০ চিন্তাবিদের তালিকায় রেখেছে।
এ শ্রেণীতে শেখ হাসিনার সঙ্গে আরো আছেন ইরানের কুদস ফোর্সের কমান্ডার কাশেম সুলেইমানি, জার্মানির প্রতরক্ষামন্ত্রী উরসুলা ফন ডার লেয়েন, মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ওলগা সানচেজ করডেরো, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদসহ আরো অনেকে।