জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এই অধিবেশনে যোগ দিতে আগামীকাল-শুক্রবার নি ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বৃহ্পতিবার সকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক মহলের চাপ বৃদ্ধি পেয়েছে এ জন্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুতে বেশ কয়েকটি ইভেন্ট রয়েছে।
এসব ইভেন্টে যোগ দিয়ে প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরবেন বলে জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, জাতিসংঘ মহাসচিব সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা গতিশীল করতে বিভিন্ন দেশের ভূমিকা ও সংশ্লিষ্ট নানা প্রসঙ্গ তুলে ধরবেন।