আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার ও ২৭ ডিসেম্বর ভোট হতে পারে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত যে মন্তব্য করেছিলেন সেটি তার অনুমান ছিল বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অর্থমন্ত্রী আরো বলেন, নির্বাচনকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা— আর ভোটের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
আগামী ২৭ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং ২০ দিনের মধ্যে গঠন হতে পারে নির্বাচনকালীন সরকার , বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপে এমন বক্তব্য দিয়েছিলেন অর্থমন্ত্রী। পরের দিন তার এ বক্তব্যের পাল্টা বক্তব্যও আসে সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছ থেকে।
সে প্রসঙ্গে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থমন্ত্রী জানান, তিনি নির্বাচন কিংবা নির্বাচনকালীন সরকার গঠন সম্পর্কে যা বলেছেন, সেটা তার অনুমান।
এ সময় বিএনপিসহ রাজনৈতিক দলগুলো এবং বিশিষ্টজনদের পক্ষ থেকে অবাধ নিরপেক্ষ নির্বাচনের যে দাবি উঠেছে তার সমালোচনা করেন অর্থমন্ত্রী— উদাহরণ টানেন বিগত দিনের নির্বাচনের।
তবে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নেবেন না বলে জানিয়েছেন।
নির্বাচনকালীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী যদি তাকে রাখেন তবে সেখানে থাকবেন তিনি।
এর আগে গ্রামীণ ব্যাংকের লভ্যাংশের ২৫ শতাংশ ৬ কোটি ২৪ লাখ টাকার একটি চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করে ব্যাংক পর্ষদ।