প্লাস্টিক পণ্যের বদলে পাটজাত পণ্যের বহুবিধ ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্লাস্টিকের বিকল্প ব্যাগ উৎপাদন ও প্রচলনে সংশ্লিষ্টদের আরো উদ্যোগী হতে হবে।
বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের স্মরণে ৩০ লাখ চারা রোপন করা হবে—এ কথা উল্লেখ করে দেশ বাঁচাতে পরিবেশ রক্ষার গুরুত্বও তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, এই বর্ষায় কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে।
এছাড়া পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সরকারের নেয়া নানা কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অতীতে ক্ষমতা দখলকারীরা নিজেদের লাভের জন্য পরিবেশ ক্ষতির কথা চিন্তা করেনি।
পরিবেশ রক্ষায় প্রতি বছর বিভিন্ন আগিকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এবারও "সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ প্রকৃতি সাজাই"----এই স্লোগানকে সামনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন তিনি। শহীদদের স্মরণে সারাদেশে জেলা-উপজেলায় ৩০ লাখ চারা রোপনের কথা বলেন প্রধানমন্ত্রী।
দেশ বাঁচাতে পরিবেশ রক্ষার গুরুত্বও তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই বর্ষায় কমপক্ষে তিনটি করে গাছ লাগাতে হবে। সেইসঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় সরকারের নেয়া নানা কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।
পাটকে ফের তার সোনালী দিনে ফিরিয়ে আনার কথা উল্লেখ করে পলিথিন কমিয়ে পাটের ব্যাগের ব্যবহার বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সুন্দরবন রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এর আগে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন পদক-২০১৮, জাতীয় পরিবেশ পদক-২০১৮ এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার ২০১৭ প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়াও অনুষ্ঠানে সামাজিক বনবিভাগের উপকারভোগীদের লভ্যাংশের চেক তুলে দেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি গাছ লাগান। পরে বৃক্ষমেলা ঘোরে দেখেন প্রধানমন্ত্রী।