রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন জাতীয় সংসদে সরকারি দলের চিফ হুইপ আসম ফিরোজ।
শুক্রবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদের কাছ থেকে সকালে তিনি এ ফরম নেন।
এদিকে, রাষ্ট্রপতি নির্বাচনে ১৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৫ জানুয়ারি নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। তফসির অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ৫ ফেব্রুয়ারি। মনোনয়ন যাচাই-বাছাই হবে ৭ ফেব্রুয়ারি।
মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১০ ফেব্রুয়ারি। ওই দিন বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থিত প্রত্যাহার করা যাবে।
বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামি ২৩ এপ্রিল। আইন অনুযায়ী ২৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা। ওই দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে অর্থাৎ ২২ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।