জাতীয় রাজস্ব বোর্ডের-এনবিআরের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করে আসা নজিবুর রহমানকে মুখ্য সচিব করা হচ্ছে।
বৃহস্পতিবার সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র থেকে বিষয়টি জানা গেছে।
কামাল আবদুল নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন নজিবুর রহমান,
কামাল আবদুল নাসের চৌধুরীর চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে।
তবে তার আগে দুদিন শুক্র-শনির ছুটি থাকায় বৃহস্পতিবারই শেষ দিন তার।
প্রসঙ্গত: ২০১৬ সালের ২৭ নভেম্বর মুখ্য সচিবের দায়িত্ব পাওয়ার পর অবসরের বয়সসীমায় পৌঁছালে গতবছর ডিসেম্বর আস্থাভাজন এ কর্মকর্তাকে চুক্তিতে ওই দায়িত্বে বহাল রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তারা একই পদ মর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য্ সচিবের নামটি থাকে। একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।