জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় ও মদদ দাতাদের কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় কোস্টগার্ডের দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
জঙ্গি দমনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডকেও যথাযথ ভূমিকা রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এ সময় কোস্টগার্ডের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
সকালে চট্টগ্রামে কোস্টগার্ডের দুটি জাহাজ সিজিএস তাজউদ্দিন ও সৈয়দ নজরুলের কমিশনিং অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কর্মদক্ষতায় উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড আস্থা ও নিরাপত্তার প্রতীকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বর্তমান সরকার—এ কথা উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদে মদদদাতাদের কোনো ছাড় নয় বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এ সময় দেশ ও জাতির সেবায় আত্মনিবেদিত হয়ে কাজ করতে কোস্টগার্ডকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।