দেশের উন্নয়ন কিভাবে হচ্ছে তা জনগণকে জানাতে হবে—দেশ যে এগিয়ে যাচ্ছে জনগণকে তা জানাতেই দেশব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দেশব্যাপী উন্নয়ন মেলার অংশ হিসেবে সোমবার রাজধানীর শিল্পকলা একাডেমি মাঠে ঢাকা জেলা প্রশাসন ৩ দিন ব্যাপি মেলার উদ্বোধনীতে তিনি একথা বলেন।
উন্নয়নের কথা জনগণকে জানাতেই এ ধরনের মেলার আয়োজন জানিয়ে শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে—এমন আশাবাদও ব্যক্ত করেন আসাদুজ্জামান খান কামাল।
আলোচনায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, দেশ দ্রুত এগিয়ে যাচ্ছে— গণতন্ত্র মানেই দেশের মানুষের আর্থ সামাজিক উন্নয়ন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। তারা মেলা ঘুরে দেখেন।
এছাড়াও বন্দরনগরী চট্টগ্রাম, বরিশাল, ভোলা,গাইবান্ধা, গোপালগঞ্জ ও নেত্রকোনাসহ দেশের সব জেলা-উপজেলায় তিন দিন ব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে।