কক্সবাজারের টেকনাফে আলাদা অভিযান চালিয়ে ১৮ লাখ ২ হাজার ৯২৬টি ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আটক করা হয়েছে একজনকে।
বিজিবির উদ্ধৃতি দিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোরে টেকনাফের নাফ নদীর দমদমিয়া এলাকা, দমদমিয়া বিজিবি চেকপোস্ট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবি এ পর্যন্ত ইয়াবার যতগুলো চালান জব্দ করেছে— এটিই সবচেয়ে বড়। যার আনুমানিক মূল্য ৫৪ কোটি ৯ লাখ টাকা।