যশোর-মাগুরা মহাসড়কের উপশহর এলাকার সোমবার একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি কেমিক্যালবাহী ট্রাক পুড়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় গ্যারেজে থাকা ৬টি ট্রাক ও কাভার্ডভ্যান পুড়ে গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল বলেন, অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২ জন আহত হয়েছেন।
তিনি আরো বলেন, আগুনে পুড়ে আহত কবির হোসেনের অবস্থা খুব খারাপ। এ জন্য তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।