যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানলে নিহতের সংখ্যা ৩১ জনে দাঁড়িয়েছে। এখনো নিঁখোজ রয়েছেন ২০০ জন।
রাজ্যের গর্ভনর জেরি ব্রায়ন জানিয়েছেন, নিরাপত্তার জন্য আড়াই লাখের ওপরে মানুষকে তাদের ঘরবাড়ি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে বরাদ্দ বাড়ানোরও জন্যও তাগিদ দেন তিনি।
এছাড়া আহবান জানান জরুরি অবস্থা ঘোষণার। পাঁচদিন ধরে চলা দাবানল নিয়ন্ত্রণে হেলিকপ্টারসহ বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করছে ফায়ার সার্ভিস।
তবে আগুন নিয়ন্ত্রণে এখনো সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে তারা। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।