নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় নাইজেরিয়ার বরনো প্রদেশের ডাম্বোয়া শহরে ঈদের ছুটি কাটিয়ে ফিরতে থাকা লোকজনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
আত্মঘাতী হামলার পর সেখানে জড়ো হওয়া লোকজনের ওপর রকেটচালিত গ্রেনেড ছোড়া হলে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।
আত্মঘাতী হামলা চালাতে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম কিশোরী মেয়েদের ব্যবহার করেছে বলে সন্দেহ করছেন দেশটির কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
স্থানীয় আধা সামরিক বাহিনীর নেতা বাবাকুরা কোলো জানান, কয়েকজন আত্মঘাতী হামলাকারী প্রথমে শহরের সুওয়ারি এলাকায় রাত পৌনে ১১টার দিকে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ছয়জন নিহত হয়। এরপর সেখানে আরও লোকজন জড়ো হলে তাদের ওপর রকেটচালিত গ্রেনেড হামলা চালানো হয়। সবমিলিয়ে হামলায় ৩১ জন নিহত এবং অনেকে আহত হন।
এই হামলার জন্য বোকো হারামকে দায়ী করে তিনি বলেন, এটা যে বোকো হারামের কাজ সেটা আর কাউকে বলতে হবে না।
স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানান, ছয় জন কিশোরীকে আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মূলত রকেটচালিত গ্রেনেড হামলাতেই বেশি প্রাণহানি ঘটে।