মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে ৭ বিক্ষোভকারী নিহত হয়েছেন। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হন। প্রাচীন বৌদ্ধ আরাকান রাজ্য নিয়ে স্থানীয়দের এ জমায়েতে হঠাৎ সহিংসতা শুরু হওয়ার পর এ ঘটনা ঘটে। এ সময় আরো ১২ জন আহত হন।
গত বছরের ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর নিধনযজ্ঞ জোরালো করে মিয়ানমারের সেনাবাহিনী। হত্যা ও ধর্ষণ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা।
এ ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের পাঠ্যপুস্তকীয় উদাহরণ বলে উল্লেখ করেছে জাতিসংঘ।