তাজমহল উড়িয়ে দেয়ার হুমকির ২৪ ঘণ্টার মধ্যে শনিবার জোড়া বিস্ফোরণ কেঁপে উঠল ভারতের তাজমহল নগরী আগ্রা। ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এ পর্যটন কেন্দ্র থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে পরপর ২টি বিস্ফোরণ হয়।
এনডিটিভি সূত্র মতে, সকালে এ জোড়া বিস্ফোরণের প্রথমটি ঘটে আগরা ক্যান্টনমেন্ট রেল স্টেশনের কাছে রসুলপুরার একটি বাড়িতে আর দ্বিতীয়টি ঘটে ওই স্টেশনের গায়ে এক জঞ্জালের স্তূপে।
তাজমহল উড়িয়ে দেয়ার হুমকির সঙ্গে এ জোড়া বিস্ফোরণের কোনো যোগসূত্র রয়েছে কি-না?— তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে আগ্রা পুলিশ। তবে এ বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি।
উল্লেখ্য, শুক্রবারই তাজমহলসহ ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর হুমকি দেয় আইএস। আইএস-এর মুখপাত্র হিসেবে পরিচিত ‘আহ্ওয়াল উম্মত মিডিয়া সেন্টার’ এ বিষয়ক ছবি ও খবর প্রকাশ করে।
তবে আগ্রায় হওয়া এ জোড়া বোমা হামলা সম্পর্কে এখনো কোনো জঙ্গি গোষ্ঠী কিছু জানায়নি।