বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কোনো প্রতিবেদন এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকা মেডিকেলের উপপরিচালক ডাক্তার শাহ আলম তালুকদার এ কথা জানান।
তিনি বলেন, খালেদা জিয়ার অসুস্থ্যতা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের কোনো প্রতিবেদন তাদের কাছে পৌঁছায়নি।
এদিকে, বিএনপি নেত্রীর স্বাস্থ্য পরীক্ষা সর্ম্পকে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হলেও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি ডাক্তার শাহ আলম। কবে নাগাদ খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত রির্পোট পাওয়া যাবে- এমন প্রশ্নেরও উত্তরও দিতে পারেননি তিনি।