ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান শেখাতে এবং প্রচার-প্রচারণার অংশ হিসেবে রাজধানীতে ইভিএম প্রদর্শনীর আয়োজন করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এর উদ্বোধন করেন।
ইভিএমে কীভাবে সহজেই ভোট দেওয়া যায়, হাতে কলমে উপস্থিত দর্শকদের তা বুঝিয়ে দেন নির্বাচন কমিশন কর্মীরা। ভোটের এই পদ্ধতি গ্রহণযোগ্য করতে আরো বেশি করে প্রচার-প্রচারণার দাবি সবার।
সারাদেশের ৬৪ জেলার পর সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে হয়ে গেল দিনব্যাপি ইলেকট্রনিক ভোটিং মেশিন: ইভিএম প্রদর্শনী। অনাড়ম্বর এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে ২০টি বুথে ইভিএম প্রদর্শন করা হয়। আঙ্গুলের ছাপ দিয়ে ভোটাররা কিভাবে ভোট দেবেন মেলায় আগত দর্শকদেরকে সহজ করে বুঝিয়ে দেয়া হয়।
আঙ্গুলের ছাপ না মিললে, ইভিএম-এ জাতীয় পরিচয় পত্র: এনআইডি নম্বর অথবা স্মার্ট কার্ডের সাহায্য নিয়েও ভোটাররা ভোট দিতে পারবেন।
আগ্রহ সহকারে ইভিএম পদ্ধতির খুঁটিনাটি জেনে নেন দর্শকরা। তবে ইভিএম পদ্ধতি সম্পর্কে আরো প্রচারণা চালাতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
দিনব্যাপি এই আয়োজন বিকেল ৩টা থেকে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।