গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে স্থগিত হওয়া বৃহস্পিতবার ৮টি কেন্দ্রে কাউন্সিলর পদে পুনঃনির্বাচনের ভোটগ্রহণ হয়।
আমাদের সংবাদদাতা জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে ভোটার ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধে টান টান উত্তেজনা বিরাজ করেছে। ৪৮ নম্বর ওয়ার্ডের জাহান স্কুল কেন্দ্রে কাইন্সিলর পদে প্রতিদ্বন্দি প্রার্থির সমর্তকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে উত্তেজনা নিরসনের চেষ্টা করে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন বলে আভিযোগ রয়েছে।
গত ২৬ জুন কাউন্সিলর প্রর্থিদের মধ্যে উত্তেজনা ও জাল ভোট দেয়ার আভিযোগসহ নানা করনে গাজীপুর সিটির ৯টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে পুনঃরায় ভোটগ্রহণের আদেশ দেন রিটার্নিং অফিসার।