প্রতিবছরই কমছে কোরবানির পশুর চামড়ার দাম— গতবারের চেয়ে এবার দাম কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ। রাজধানীতে প্রতি বর্গফুট গরুর চামড়ার নির্ধারিত দর ৪৫ থেকে ৫০ টাকা আর ঢাকার বাইরে ৩৫ থেকে ৪০ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্ধারিত দামে এবার ট্যানারি মালিকরা চামড়া কিনতে পারবেন না। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ায় কমপক্ষে ৬০ থেকে ৬৫ টাকা গুনতে হবে ব্যবসায়ীদের।
আন্তর্জাতিক বাজারে চামড়ার দর ভালনা, এ অজুহাতে গেল বছর, তার আগের বছরের চেয়ে দাম কমানো হয়েছিল প্রায় ২০ শতাংশ। একই অজুহাতে এবারও ২০ শতাংশ কমিয়ে দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরাই সাধারণত পাড়া-মহল্লা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে, পোস্তার আরতদারদের কাছে বিক্রি করেন।
লবন লাগানোর পর এ চামড়া আরতদারদের কাছ থেকে ৬০ টাকার নিচে ট্যানারি মালিকরা কিনতে পারবে না বলেই মত মাংস ব্যবসায়ী সমিতির সভাপতির।
তাদের হিসাব অনুযায়ী, দাম যেখানে বেশি- চামড়া সেখানেই যাবে। আর যতো কড়াকড়িই হোক, পাচারের পথও খোলাই থাকছে।