যে সকল ব্যাংক এখনো ঋণের সুদ হার এক অংকের ঘরে নামায়নি— অবিলম্বে সুদ হার কমানোর আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন (এফবিসিসিআই)।
সোমবার দুপুরে রাজধানীতে সংবাদ সম্মেলনে সংগঠনটি এ আহ্বান জানায়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সব না হলেও কিছু ব্যাংক হয়তো এরইমধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন করতে শুরু করেছে। অসৎ ঋণ খেলাপীদের দায় বহন করতে হচ্ছে সৎ ব্যবসায়ীদের। এ অবস্থা থেকে উত্তরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারকে অনুরোধও করা হয়েছে।
এছাড়াও খেলাপী ঋণ কমিয়ে এনে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স এবং স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে এফবিসিসিআই। আর সুদ হার এক অংকের ঘরে নামিয়ে আনা এবং তা ধরে রাখার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়কে আরো তৎপর হওয়ারও আহ্বানও করেছে সংগঠনটি।
ঋণের সুদ এক অংকের ঘরে ধরে রাখতে পারলে ব্যবসায় পরিচালন ব্যয় কমার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে হিসেব ব্যবসায়ীদের বলেও জানায় এফবিসিসিআই।
এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং ব্যাংক মালিকদের ঘোষণা অনুযায়ী গত ১ জুলাই থেকেই ঋণের সুদ ১০ শতাংশের নিচে নামিয়ে আনার কথা ছিল। এ ঘোষণা এবং নির্দেশনা কতোটা বাস্তবায়ন হয়েছে— সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই ব্যসায়ীদের কাছে।