জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র। জন্ম থেকে তার শিক্ষাজীবন, আন্দোলন, সংগ্রাম, স্বাধীনতার ডাক, দীর্ঘ কারাবাস এবং জীবনাবসানসহ এই মহান নেতার সব ফুঁটিয়ে তোলা হবে এ চলচ্চিত্রে।
এমন চলচ্চিত্র নির্মাণের জন্য ভারতের জেষ্ঠ্য পরিচালক শ্যাম বেনেগালের নাম প্রস্তাব করেছে সরকার।
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, এ চলচ্চিত্রের মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে বলে মনে করছে সরকার।
বিশ্বের বিভিন্ন দেশের মহান, ত্যাগী নেতা কিংবা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের বিষয় নতুন নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথাও দীর্ঘদিনের।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী এই চলচ্চিত্র পরিচালনায় বাংলাদেশের তিন সদস্যের একটি বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। চিত্রনাট্য তৈরির পর বঙ্গবন্ধুর পরিবারের সদস্যের দেখিয়ে নিয়ে মূল কাজ শুরু হবে।
২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চলচ্চিত্রটি শেষ করার লক্ষ্য থাকলেও, প্রকৃতপক্ষে কতদিন লাগবে তা পরিচালকই নির্ধারণ করবেন বলেও জানান তিনি। সম্পূর্ণ বাংলা ভাষায় সিনেমাটি তৈরির কথা রয়েছে। থাকবে ইংরেজি সাব-টাইটেল। চলচ্চিত্রে কারা অভিনয় করবেন তা বাংলাদেশ ও ভারতের পরিচালকরা ঠিক করবেন বলে জানান তারানা হালিম।
বঙ্গবন্ধুর জীবনকাহিনী নিয়ে নির্মিতব্য এই চলচ্চিত্র নির্মাণে তথ্য মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা দেবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী।