সংস্কৃতি-বিনোদন

ksrm

শুক্রবার, ১৩ এপ্রিল, ২০১৮ (১৪:৪৯)

পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত বাঙালি

পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত বাঙালি

বাংলা নববর্ষ ১৪২৫— পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত বাঙালি। চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। একইসঙ্গে ছায়ানটের প্রায় দেড়শতাধিক শিল্পী শেষ মুহূর্তে বিরামহীন ব্যস্ত অনুষ্ঠানের মহড়া নিয়ে।

এবারের বর্ষ বরণে মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য—মানুষ ভজলে সোনার মানুষ হবি; আর ছায়ানটের মূল সুর-- 'বিশ্বায়নের বাস্তবতায় শেকড়ের সন্ধানে।

এদিকে, আবহমান বাংলার লোকজ নানা মোটিফের মধ্য দিয়ে সোনার মানুষ হওয়ার আহ্বান আর বিশ্বমানব হওয়ার আগে চাই শ্বাশত বাঙালি হওয়ার প্রত্যয়— এমন বোধে শুদ্ধ সংস্কৃতি দেশের প্রতি প্রান্তে ছড়িয়ে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শিল্পীর হাতের শেষ মুহুর্তের ছোয়ায় পরিপূর্ণতা পাচ্ছে বিভিন্ন লোকজ শিল্পকাঠামো। তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার একেকটি প্রতীক। যা তুলে ধরবে চিরায়ত বাংলার আবহমান সংস্কৃতি। আনুষঙ্গিক উপকরণ তৈরিতে ব্যস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা।

এবার মঙ্গল শোভাযাত্রায় থাকছে রং-বেরঙের লোকজ ঐতিহ্যের প্রতিরূপ হিসেবে বক ও মাছ, মা ও পাখি, সূর্য, হাতি, সাইকেলে চড়া ট্যাপা পুতুল। পাশাপাশি ফুল, রাজা-রানীসহ বিভিন্ন লোকজ মোটিফ।

মানবিক চেতনার উন্মেষ না ঘটলে জাতির সকল অর্জন ম্লান হয়ে যেতে পারে- এমন বোধের জাগরণে এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য- মানুষ ভজলে সোনার মানুষ হবি।

পহেলা বৈশাখে চারুকলা অনুষদের সামনে থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে। এ শোভাযাত্রার উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান।

এদিকে, পহেলা বৈশাখ আবাহনে প্রস্তুত ছায়ানটও। বাংলা নববর্ষকে বরণের বিরামহীন অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এর শিল্পীরা। আবৃত্তিসহ এবারো থাকছে ১৬টি একক ও ১২টি সম্মেলক গান।

এবার ছায়ানটের বর্ষবরণের একান্নতম আয়োজনের প্রতিপাদ্য- বিশ্বয়ানের বাস্তবতায় শিকড়ের সন্ধানে।

 

ইউটিউবে দেশ টেলিভিশনের জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Desh TV YouTube Channel

এছাড়াও রয়েছে

বঙ্গবন্ধুর জীবন নিয়ে নির্মিত হবে চলচ্চিত্র

আজ জাতীয় কবির ৪২তম মৃত্যুবার্ষিকী

চলে গেলেন ফরাসি চিত্রশিল্পী নিকোলাস মেনিভ

বর্ণিল আয়োজনে দেশ টিভিতে ঈদ উৎসব

রাতে পৌঁছাবে গোলাম সারওয়ারের মরদেহ

এসএম সুলতানের ৩৪তম জন্মবার্ষিকী আজ

নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমকে স্মরণ করছে গুগল

কালচার আদান-প্রদানে সাম্প্রদায়িকতা পরাভূত করা সম্ভব: নূর

ফ্রসিননের বিপক্ষে জিতেছে ইউভেন্টাস

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

বৃহস্পতিবার বিএনপির সমাবেশ

‘দুর্নীতিবাজদের’ নিয়ে সরকার উৎখাতের চেষ্টায় ড. কামাল: প্রধানমন্ত্রী